এক নজরে,
কালের স্বাক্ষীবহনকারী কচুয়া বিলের তীরে গড়ে উঠা ফুলবাড়ীয়া উপজেলার একটি ঐতিহ্যবাহী অঞ্চল হলো ভবানীপুর ইউনিয়ন। কালপরিক্রমায় আজ ভবানীপুর ইউনিয়ন শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলা ধুলাসহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তায় আজও সমুজ্জ্বল।
ক) নাম: ১৩নং ভবানীপুর ইউনিয়ন পরিষদ
খ) আয়াতন ৬৩১১ একর = ২০.৮২(বর্গ কি: মি:)
গ) মোট লোক সংখ্যাঃ ২৭৭৫৪,
পুরুষঃ ১৪৪০১ জন
মহিলাঃ ১৩৩৫৩ জন
ঘ) গ্রামের সংখ্যা -৫টি
গ্রাম ভিত্তিক লোকসংখ্যা
১। ভবানীপুর
ক) কান্দানিয়া, পুরুষ-৭১৪৬,মহিলা-৬৭৮৫
খ) ভবানীপুর, পুরুষ-৪০২৬,মহিলা-৩৮৪৫
গ) উরপা পুরুষ-৭২৭,মহিলা-৫৮০
ঘ) জয়পুর পুরুষ-১৫২৬,মহিলা-১৩৪৮
ঙ) মহেশপুর পুরুষ-৯৭৬,মহিলা-৭৯৫
______________________________
মোট পুরুষ-১৪৪০১,মহিলা-১৩৩৫৩
-
মৌজা ৫-টি
১.কান্দানিয়া
২.ভবানীপুর
৩.উরপা
৪.জয়পুর
৫.মহেশপুর
(ক)কান্দানিয়া পাড়ার সংখ্যাঃ
১। কচুয়ার পাড়
২।বড়হিস্যা
৩।জোড়ার পাড়
৪।কাকড়ার চালা
৫।হরিণ হাটা
৬। বানার পাড়
৭। মজুয়ার চালা
৮।খরিকা হাটা
৯।কান্দানিয়া বাটি পাড়া
১০।উল্লার চালা
১১। গড়পাড়া
১২।ফরিদের
১৩।বড়জয়ন
১৪।বন্যবাড়ী
(খ)ভবানীপুর পাড়ার সংখ্যা
১।ভবানীপুর পশ্চিম পাড়া
২।ভবানীপুর নামা পাড়া
৩।ভবানীপুর মধ্য পাড়া
৪।ভবানীপুর টান পাড়া
(গ)জয়পুর
(ঘ)উরপা
(ঙ)মহেশপুর পাড়ার সংখ্যা
১।বড়বিটা
২।যমুনার পাড়
চ) হাট/বাজার সংখ্যা -৭টি,১। কান্দানিয়া বাজার,২। বড়বিলা বাজার,৩। মহেশপুর বাজার ৪। জয়পুর বাজার ৫।কচুয়ার বাজার ৬। লোহারশহর বাজার ৭। ছনকান্দা বাজার।
ক) উপজেলা সদর থেকে যোগাযোগের মাধ্যম - টেম্পু,সি.এন.জি,বাস,রিক্সা
খ) শিক্ষার হার ৬৪.৮২ (২০০১এর শিক্ষার জরীপ অনুযায়ী)
১) নির্বাচিত পরিষদ সদস্য–১৩জন।
২) ইউনিয়ন পরিষদ সচিব–১জন।
৩) ইউনিয়ন গ্রাম পুলিশ–৯জন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস